মোরেলগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার পুটিখালী গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন (২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজীকে (২০) তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেয়েটির পিতা মঙ্গলবার দিবাগত রাতে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই যুবককে বুধবার কোর্টে সোপর্দ করা হয়েছে। এদিন ছাত্রীটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, ছাত্রীটিকে রবিবার রাত ২ টার দিকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে স্বপন ও নয়ন গণধর্ষণ করে রাস্তার ওপর ফেলে রেখে যায়।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন