

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি বিকালে সত্তরোর্ধ্ব এই প্রখ্যাত হাদিস বিশারদকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করেন। বাবুনগরী বর্তমানে সেখানেই চিকিৎসাধীর রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী।
এ বিষয়ে মাওলানা ফারুকী বলেন, সোমবার হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়। তাই মঙ্গলবার সকালে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, গত শনিবার দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
বাবুনগরীর চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী।
এদিকে বাবুনগরীকে দেখতে হাসপাতালে গিয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদরাসার মুহতামিম শাহ্ তৈয়ব। তিনি হাসপাতালে বাবুনগরীকে দেখে তাঁর জন্য দোয়া করেন এবং সবার কাছে দোয়া চান।
প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, রক্তচাপ, লিভার, ডায়াবেটিস, কিডনি, পায়ের ইনফেকশন এবং বার্ধক্যজনিত রোগসহ এসব জটিল রোগে ভুগছেন।