
সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে সকালে একটি যাত্রী বোঝাই দেশীয় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল।
টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানাচ্ছেন, সেখানে কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।
এখন পর্যন্ত ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর আটটি লাশ পাওয়া গেছে। বাকীরা নিখোঁজ।
ইউএনও বলছেন, এরা সবাই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ছিল এবং অবৈধ পথে মালয়েশিয়া যাচ্ছিল বলে ধারণা। বিবিসি।

