

রাজধানী ঢাকার বাড্ডা আফতাবনগর জহুরুল হক সিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের উদ্যোগে দুইদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ইসলামী মহা সম্মেলন পরিণত হচ্ছে জাতীয়-আন্তর্জাতিক ওলামায়ে কেরামদের মিলন মেলায়।
কেবল বাংলাদেশের প্রতিথযশা ওলামায়ে কেরামই নন বরং ভারতের দারুল উলুম দেওবন্দের প্রথম সারীর ৩ জন আলেম উপস্থিত হচ্ছেন এই মহতি সম্মেলনে। আজ ও আগামীকাল অর্থাৎ ৭ ও ৮-ই ফেব্রুয়ারি শুক্র-শনিবার দুই দিনব্যাপী এই মহা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশের ওলামায়ে কেরাম ছাড়াও ভারতের দারুল উলুম দেওবন্দ এবং ইসলামী ফিকাহ একাডেমি ভারতের ওলামা কেরামদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী আল্লামা মুফতী হাবিবুর রহমান খায়রাবাদী। এবং বিশেষ মেহমান হিসেবে থাকবেন, দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস খতিবুল হিন্দ আল্লামা সালমান বিজনুরী ও দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতী হাবীবুর রহমান আজমী এবং ইসলামী ফিকহ অ্যাক্যাডেমি ভারতের সেক্রেটারি ওবায়দুল্লাহ আজাদী।
দুই দিনব্যাপী মহা সম্মেলন প্রোগ্রামের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ সেক্রেটারি মুফতী মিযানুর রহমান সাঈদ। দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। দারুল উলুম বনশ্রী মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহিয়া মাহমুদ। দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ শিবচর এর মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী। জামিউল উলুম মিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানী। ইদারাতুল উলুম মাদ্রাসা আফতাবনগরের মুহতামিম মুফতী মোহাম্মদ আলী। জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা মুহতামিম মুফতি হাবিবুর রহমান মিছবাহ। মারকাজুল তালিমুস সুন্নাহ সাভারের মুহতামিম মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।
এই সম্মেলনের প্রথম দিন উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব। ঢাকা মোহাম্মদপুর জামিয়াতুল আবরার এর শায়খুল হাদিস মুফতি মনসুরুল হক। উজানীর পীর মাওলানা আশেক এলাহী। আকবর কমপ্লেক্স মিরপুর এর মুহতামিম মুফতি দেলোয়ার হোসেন। ফেনীর প্রথিতযশা আলেম মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। জামিয়া শায়খ যাকারিয়া উত্তরখান মাদরাসার ড. মাওলানা মুশতাক আহমদ। জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক। জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার কার্যকরী মুহতামিম মাওলানা মকবুল হোসাইন। মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতী বশির উল্লাহ। ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতী ইমাদুদ্দীন। বগুড়া জামিল মাদ্রাসা মুফতী শফী কাসেমীসহ আরও অনেক ওলামায়ে কেরাম।
সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে সবার প্রতি দাওয়াত পৌঁছেছেন, মাওলানা আবুল হাসান। মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। মাওলানা কেফায়াতুল্লাহ কাশফি। মাওলানা মুহিব্বুল্লাহ কাসেমী। মাওলানা হাবিবুর রহমান ফরাজী। মাওলানা হারুনুর রশিদ। মাওলানা ইয়াকুব আলী। মাওলানা দেলোয়ার হোসাইন। মাওলানা তোফাজ্জল হোসেন। মুফতী মাহমুদুল হাসান। মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী। মুফতি শামসুদ্দোহা আশরাফী মুফতি হেমায়েত উল্লাহ কাসেমী প্রমূখ।
জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের এই মহাসম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার এবং বিশ্বস্বীকৃত ওলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান ও আলোচনা শোনার জন্য সবার প্রতি আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি।