
বরিশালের উজিরপুরে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে গানের কনসার্ট আয়োজনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বরিশাল জেলার উজিরপুর থানাধীন ৩ নং জল্লা ইউনিয়নের বাহেরঘাট (মজম) গ্রামে অবস্থিত হযরত মোয়াজ্জেম শাহ রহ. মাজার প্রাঙ্গনে বিগত বছরের ন্যায় চলতি বছরেও এলাকাবাসির উদ্যোগে ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে ২ দিনব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়।
জল্লা ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান মিঠুর নেতৃত্বে তার বাহিনীর সদস্য ছালাম হাওলাদার, আওয়ামী লীগ সভাপতি আয়নাল হক (ভদ্দর), মান্নু চেয়ারম্যান হত্যার আসামী শফিক, আবুল বাশার মিন্টু, জামাল হাওলাদারসহ অন্যান্য সহযোগিরা বাধা সৃষ্টি করে ৮ ফেব্রুয়ারি মাজার প্রাঙ্গনে গানের আয়োজন করে এবং ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মাহফিল বন্ধ ঘোষণা করে দেয়।
এলাকাবাসীর অভিযোগ, মিঠু ও তার সহযোগীরা শফিকের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে তার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে বিলাসীতার সাথে জীবন যাপন করে। তাদের অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী অতীষ্ট।
/এসএস

