

পাবলিক ভয়েস : টানা সাত দিন আন্দোলন শেষে সরকার বেতন কাঠমো বৃদ্ধি করার পরও বেশ কিছু কারখানার শ্রমিকরা ফের রাস্তা অবরোধের চেষ্টা করেছে। তবে পুলিশ তাদের সড়ক থেকে সড়িয়ে দিয়েছে।
জানা যায়, টানা সাত দিন আন্দোলনের পর আজ সোমবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করে। তবে সকাল ৯টার দিকে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইউনিক, জামগড়া, বেরন, ও নরসিংহপুর এলাকার হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, এনবয় ও উইনডিসহ প্রায় ১২টি কারখানার শ্রমিকদের কাজে যোগদানের পর আবারো বেরিয়ে আসতে দেখা যায়। এসময় তারা আবারো রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়িয়ে দেয়।
ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, সকালে শ্রমিকরা স্ব স্ব কারখানায় কাজে যোগ দেয়। কিন্তু কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিকরা ফের বের হয়ে এসে রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃঙ্থলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
কারখানা থেকে বের আসা প্রসঙ্গে মিতালী বেগম নামে এক শ্রমিক বলেন, বিক্ষোভ চলার সময় কারখানা বন্ধ থাকে তাই যে কয়দিন কারখানা বন্ধ থাকে সেদিনগুলোর বেতন দেবে না বলেছে তাই আমরা বের হয়ে আসছি।
আকলিমা নামের আরেক শ্রমিক ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের শ্রমিকরা যে আহত ও নিহত হলো তার তো কোনো বিচার পাইলাম না। এটার কি হবে।
এদিকে শ্রমিকদের উদ্দেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। ইতোমধ্যে এই সরকার আপনাদের দাবি বিবেচনা করে বিভিন্ন গ্রেডে বেতন ভাতা বৃদ্ধি করেছে। সুতরাং আপনারা আপনাদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিন।
যারা কাজ করবেন তারা বেতন পাবেন। আর যারা কাজ করেবন না তারা আশুলিয়া এলাকা ছেড়ে চলে যান। অযথা ঘোড়াফেরা করবেন না।
পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, আপনাদের নামের তালিকা করা হচ্ছে আমরা তা দেখে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পর শ্রমিকরা আবার কারখানায় ফেরত যায়।