বনবিড়াল

পাবলিক ভয়েস : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় একটি ইলেকট্রনিক কারখানায় বনবিড়ালের থাবায় দুই শ্রমিক আহত হয়েছেন। বনবিড়ালটিকে ওই কারখানার শ্রমিকরা আটক করতে গেলে দুই শ্রমিক আহত হন বলে স্থানীয়রা জানায়।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, গতকার রোববার বিকেলে সিনাবহ এলাকায় একটি ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল কারখানায় হঠাৎ বনবিড়ালটি ঢুকে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা এটিকে আটকের চেষ্টা করলে বনবিড়ালের থাবায় আহত হন দুই শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে কারখানার শ্রমিকরা বনবিড়ালটিকে আটক করে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট কর্মকর্তাদের খবর দিলে তারা এসে সেটি নিয়ে যায়। বনবিভাগের কর্মকর্তারা বনবিড়ালটিকে গতকাল রোববার রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করে।

