ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করল একই স্কুলের দশম শ্রেণির দুই ছাত্র

কিশোরগঞ্জ

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির মা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্বজনদের অভিযোগ, গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল মেয়েটি। এ সময় একই স্কুলের দশম শ্রেণির দুই ছাত্র মেয়েটিকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানান।

পুলিশ বলছে, মেয়েটির স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই দুই কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

হোসেনপুর থানার পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। পুলিশ আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন