গতকালের পর আবারও টাঙ্গাইলে বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।এরআগে গতকাল সকালেও টাঙ্গাইল সদর উপজেলায় দায়িত্বপালনের সময় ট্রাক চাপায় পুলিশের অপর এক কনস্টেবল নিহত হন ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের কলেজ গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরমান রায়হান (২৩)। তার বাড়ি নরসিংদীতে। তিনি পুলিশ লাইনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, “আরমান রায়হান মোটারসাইকেল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। কলেজ গেইট সংলগ্ন এলাকায় পৌঁছলে করটিয়ার সরকারি সা’দত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় বাস এবং চালককে আটক করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক চাপায় পুলিশের অপর এক কনস্টেবল নিহত হন। তিনি টাঙ্গাইল সদর ট্রাফিকের কনস্টেবল হিসেবে দ্বায়িত্বরত ছিলেন।

এমএম/

মন্তব্য করুন