

ইসমাঈল আযহার
সহ-সম্পাদক
বাউল শিল্পী রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে গালমন্দ করে। গালমন্দের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ পেলে সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে সর্বমহলে। একপর্যায়ে রিতা দেওয়ান তার দুই কন্যাকে নিয়ে কড় জোড়ে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আল্লাহ রাসুলকে নিয়ে গালি দিয়ে ক্ষমা প্রার্থনা করা যেন সচরাচর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। ক্ষমা প্রার্থনার পরও এই মামলা নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ?
পাবলিক ভয়েসের পেজে মতামত জানতে চেয়ে একটি ভোটের আয়োজন করা হয়। সেখানে মোট ৯৯৪ জন ভোট প্রাদান করেছেন। এর মধ্যে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ৮৩ শতাংশ ভোট পড়েছে। ক্ষমা চাওয়ার পর আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হোক বলে মনে করেন তারা। আর রিতা দেওয়ানের পক্ষে ভোট দিয়েছেন ১৩ শতাংশ মানুষ।
পাঠকের মতামত
Ayatullah Misbah লিখেছেন, ইসলাম, আল্লাহ, রাসুল (স.)কে যার ইচ্ছা গালমন্দ করবে আর পরে লাইভে এসে ক্ষমা চাইবে এটা একটা আর্ট হয়ে দাড়িয়েছে।কেমন জানি এমন, কেউ তার শত্রুকে ইচ্ছা মত মারবে জুলুম করবে পরে জাস্ট সরি বলবে। আর কথিত আদালত বেকুসুর খালাস প্রদান করবে। এসব বন্ধ হওয়া উচিৎ। রিতাসহ এসব নির্লিপ্ত বাউলদের শাস্তির আওতায় আনা উচিৎ। না হলে পরিস্থিতি ক্রমেই নেগেটিভ হবে। তার শাস্তি হোক আমি একমত।
হাফেজ সাইদুল ইসলাম বাশার লিখেছেন, শুধু ক্ষমা চাইলেই হবে না, বিচার করতে হবে, উনি শুধু ইসলামকে নিয়ে এক-দুইদিন বলেন নাই, অনেক বার বাজে কথা বলেছেন। বিচার চাই।
MD Jähïdul Häsän লিখেছেন, ইতিহাসের সবচেয়ে বড় নাস্তিক এই রিতা দেওয়ান। যে মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে। যা একজন মুসলিম হিসেবে শুনে স্থির থাকা যায় না। ওর শাস্তি হোক কঠিন। যাতে ভবিষ্যতে কোনও নাস্তিক আর আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার সাহস না পায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
Md Rashadul Islam লিখেছেন, এইসব ভুলের কোনও ক্ষমা নাই। আমার মতে তার গলা প্রকাশ্যে কেটে ফেলা হোক। যাতে ভবিষ্যতে আল্লাহর এবং রাসূলের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে।
Mahdi Hasan Rabi লিখেছেন, আল্লাহ্ তায়ালা যেখানে বলছে তুমি যতো গোনাহ করো না কেন যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চাও তাহলে ক্ষমা পাবে। আমার মতে তাকে মাফ করে দেওয়া উচিৎ। যদি সে স্বীকারক্তি দেয় যে, এমন কাজ আর করবে না, তাওবা করে দিনের পথে ফিরে আসে, তাহলে মাফ করে দেওয়া উচিৎ।আল্লাহ তায়ালা সবাইকে সহীহ বুঝ দান করুন।
Hussain Ahmed লিখেছেন, ক্ষমা চেয়েছে, চাওয়া উচিত। আল্লাহ তায়ালা সম্পর্কে যে কথাগুলো বলেছে, এর একটা কঠিন শাস্তি না হলে বুঝে আসবে না কার সম্পর্কে মন্তব্য করেছে। লাগামহীন বাউল শয়তানদের হুশ করে কথা বলবে।
আরও যারা কমেন্ট করেছেন, কয়েকজনের নাম উল্লেখ করা হল।
ওমর ফারুক
Kazi Raju
মিজান মিয়া চাকরী
Raihanuj Zaman
Mofizul Islam Pranto
শেষ প্রতিক্ষার প্রহর
Md Roman Somrat
Md Baijit Sikdar
F M Almas Hossan
মোঃ রাসেল
বি: দ্র: যদি আপনাদের মন্তব্যের বানান রীতি পাবলিক ভয়েসের সম্পাদনা পরিষদের নিয়মের সঙ্গে অমিল থাকে তাহলে পাবলিক ভয়েসের সম্পাদনা পরিষদ অবশ্যই তা সম্পাদনার অধিকার রাখে।
আই.এ/পাবলিক ভয়েস