

ওয়াজ-মাহফিল নিয়ে সংসদে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দেওয়া বিরুপ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও লেখক মুফতী হাবিবুর রহমান মিছবাহ।
তিনি ইনুকে উদ্দেশ্য করে বলেন, আমি ভেবেছিলাম বাংলাদেশ সবকিছুর বিরোধিতা হলেও ওয়াজ-মাহফিল এর বিরোধিতা হবে না কারণ সরকার পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী শাস্তি দিয়ে যা করতে পারে না ওয়াজ-মাহফিলে ওলামায়ে কেরামরা মানুষকে দাওয়াতের মাধ্যমে এবং হেদায়েতের আলোচনা শুনিয়ে তা করতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন একজন চোর ডাকাতকে গুলির ভয় দেখিয়ে নয় বরং কোরআন-হাদিসের কথা শুনিয়ে অপরাধ কমিয়ে আনা সম্ভব তাই যারা ওয়াজ মাহফিল এর বিরোধিতা করে তারা মূলত দেশেরও শত্রু।
তিনি ইনুকে লক্ষ করে আরও বলেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় সংসদে জায়গা পেয়েছেন নয়তো নিজের দল নিয়ে যদি নির্বাচন করতেন তাহলে কওমি মাদ্রাসার একজন মক্তবের ছেলের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তাই ওয়াজ মাহফিলের বিরোধিতার নামে দেশে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।
হাসানুল হক ইনু স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ করে বলেছিলেন, নারীদের বিষয়ে বক্তাদের ওয়াজ নিয়ন্ত্রণ করার জন্য! এ বিষয়ে মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন আপনারা ওলামায়ে কেরামদের যে ওয়াজ মাহফিলকে নারীদের বিরুদ্ধে কথা বলা হিসেবে বলেন সেটা মূলত নারীদের বিরুদ্ধে বলা কোন কথা নয় বরং নারীদের সম্মান বাঁচাতে, সমাজে তাদের কে ভালো রাখতে ওলামায়ে কেরাম মানুষকে আহ্বান করে থাকেন। পক্ষান্তরে নারী জাগরণের নামে আপনারা নারীদেরকে ভোগ্যপণ্য রূপান্তরিত করেছেন এবং উপভোগের বিষয়বস্তু বানিয়েছেন। তাই আপনাদেরকে বলতে চাই ওয়াজ মাহফিলের বিরোধিতার নামে এদেশে ইসলামের বিরোধিতা করবেন না তাহলে এদেশের জনগণ তা মেনে নেবে না।
এছাড়াও নাম উল্লেখ না করে শরীয়ত বয়াতির গ্রেফতার পরবর্তী রিমান্ড বিষয়ে অনেকের বিরূপ মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু ইসলামকে নিয়ে কটুক্তি করে সে গ্রেপ্তার হয়েছে এজন্য যাদের দরদ উথলে উঠছে তারা ফিলিস্তিনে যখন মুসলমানদের উপর নির্যাতন করা হয় ভারতে নির্যাতন করা হয় তখন তাদের এই দরদ কই থাকে। শরীয়ত বয়াতি আল্লাহ রাসুল কে নিয়ে কটুক্তি করেছে তাই এ বিষয়ে তার কঠোর শাস্তি হওয়া উচিত
প্রসঙ্গত : গত রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসানুল হক ইনু বলেন, সারা দেশে ওয়াজের নামে রাজনৈতিক মোল্লারা ধর্মের মনগড়া ব্যাখ্যা দিচ্ছে।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইন-শৃংখলা রক্ষাবাহিনীকে সজাগ করুন। নারী বিদ্বেষী ওয়াজ বন্ধ করুন। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হাসানুল হক ইনু এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসা বোর্ড করে দিয়েছেন। ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুল-মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস পড়ানো হচ্ছে। দেশে মাদ্রাসা বোর্ড আছে। এই রাজনৈতিক মোল্লারা-ফতোয়াবাজরা-ধর্মব্যবসায়ীরা কি ইসলামী ফাউন্ডেশন? বিশ্ববিদ্যালয়-কলেজ-মাদ্রাসায় যে শিক্ষা দেয়া হয়, যে সিলেবাস পড়ানো হয় তার আলোকে ভাষণ দেয়? নাকি নিজেদের মনগড়া ধর্মের ব্যাখ্যা দেয়? তা সরকার ও প্রশাসনকে মনিটর করতে হবে।
এর আগে হাসানুল হক ইনু জাতীয় সংসদে সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন।
আরও পড়ুন : ওয়াজের নামে মোল্লারা ধর্মের মনগড়া ব্যাখ্যা দিচ্ছে : ইনু