

সিলেটের ভোলাগঞ্জে গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ শ্রমিক। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালাইরাগ এলাকায় নুরুজ্জামান মেম্বারের গর্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৪) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আকষ্মিক গর্ত ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরও দুইজনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে আরও কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা জানতে এসকেবেটর ব্যবহার করে মাটি সরানো হচ্ছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত গেল তিন মাসে সিলেটের সাতটি পাথর কোয়ারিতে ৭৬ পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শাহ আরফিন টিলায় সর্বোচ্চ ২৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া, জাফলংয়ে ২১ জন, ভোলাগঞ্জে ১৩ জন, বিছনাকান্দিতে পাঁচজন, লোভাছড়ায় আটজন এবং উৎমাছড়া কোয়ারিতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন শ্রমিক।
এদিকে শ্রমিক মৃত্যুর ঘটনায় ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে। এসবের পেছনের মূল হোতাদেরকে চিহ্নিত করে এদেরকে মামলায় আসামি করা হচ্ছে বলে জানান সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার আমিনুল ইসলাম।
মহিন মুহসিন/পাবলিকভয়েস