ফতেপুর মাহফিলে বক্তারা : অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীর শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল হামিদিয়া নাছেরুল উলুম ফতেহপুর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তারা বলেন, এ দেশ মুসলমানদের দেশ। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এক আল্লাহে বিশ্বাসী, এক নবীতে বিশ্বাসী। আল্লাহ্ ছাড়া যেমন আমার কোন রব নেই, তেমনি নবী মোহাম্মদ সা: এর পরে আর কোন নবী নেই। এটাই মুসলমানদের অকাট্য ধর্মীয় বিশ্বাস। এই বিশ্বাসে আঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়কে বাংলার বুকে অমুসলিম ঘোষণা করতে হবে।

মাদরাসাটির ১০৪ তম বার্ষিক মাহফিলে আলোচকবৃন্দ এসব কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল ও ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার সভাপতি শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাহফিলে আলোচনায় অংশ নেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা জুনায়েদ আল হাবিব, হাটহাজারী মাদরাসার শিক্ষক মুফতি কেফায়েতুল্লাহ, রামপুরা কারিমিয়া মাদরাসার শিক্ষক মুফতি ওলিউল্লাহ, খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ।

আলোচকগন আরো বলেন, সারা বিশ্বের আলেম ওলামাদের সম্মিলিত ও ঐক্যমতে ভিত্তিতে কাদিয়ানিরা কাফের। যারা নবী মুহাম্মদ (সঃ) কে শেষ নবী মনে করেনা তারা সকল ঈমামগনের ঐক্যমতের ভিত্তিতে, সকল মাজহাবের ঐক্যমতের ভিত্তিতে কাফের। যেহেতু কাদিয়ানিরা কাফের তাই মুসলিম নাম ধারন করে ধর্মীয় পরিচয় গোপন রেখে এ দেশে বসবাস করতে পারে না। তাই এদেরকে অনতিবিলম্বে রাষ্ট্রিয় ভাবে অমুসলিম ঘোষনা করতে হবে। যারা কাদিয়ানেদের কাফের মনে করবে না এবং তাদের মত আক্বিদা পোষন করবে তারও নিঃসন্দেহে কাফের।

মাহফিল শেষে মুসলিম উম্মাহর প্রাণের ও ইমানের এ দাবী আদায়ে সকল ধর্মপ্রাণ মুসল্লি ,সুশিল সমাজ, আলেম ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষে হতে সরকারের কাছে কাদিয়ানিদের রাষ্ট্রিয় ভাবে কাফের ঘোষনার দাবি জানানো হয়।

মন্তব্য করুন