বিদ্যুতের আলোর ফেরিওয়ালা এবার ভোলায়

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে এবার ভোলা জেলায় পল্লী বিদ্যুত আলোর ফেরিওয়ালা নামে বিশেষ বিদ্যুত সেবা চালু করেছে।

এর মাধ্যমে বিদ্যুতের তার, মিটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের সংযোগ দিচ্ছেন।
রবিবার দুপুরে জেলার দৌলতখান উপজেলার মিয়ারহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী ফাহাদ হায়দারসহ উর্ধতন কর্তৃপক্ষ।

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বসার আজাদ জানান ভ্যানে করে প্রয়োজনীয় মালামাল, মিটার এবং লাইনম্যান সহ বাড়ি বাড়ি গিয়ে ৫শত ৫০ টাকার বিনিময়ে স্পট মিটারিং করে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার সাতটি উপজেলায় আলোর ফেরিওয়ালা ভ্যান চালু করা হবে। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন ও পল্লী বিদ্যুৎ দালাল মুক্ত হবে।

আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রাহক মনোয়ারা বেগম জানান পল্লী বিদ্যুৎ এর আলোর ফেরিওয়ালা নামে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি কয়েকমাস আগ থেকে টাকার অভাবে বিভিন্ন লোকের কাছে ধর্না দিয়েও বিদ্যুৎ সংযোগ পাইনি। কিন্তু ৫-৬ হাজার টাকা জোগার করতে না পারায় গত কয়েকে মাস ধরে যে বিদ্যুৎ সংযোগ আনতে পারি নাই আজ সেই বিদ্যুৎ সংযোগ মাত্র ৫ শত ৫০ টাকায় পেয়েছি। এ বিশেষ উদ্যোগের জন্য আমি বিদ্যুৎ বিভাগকে স্বাগত জানাই।

দৌলতখান উপজেলার বাসিন্দা মো. নুরুউদ্দিন ও হাজেরা বেগম জানান, মাসের পর মাস অপেক্ষা করেও দালালদের দৌরাত্মের কারনে আমরা বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু আজ পল্লী বিদ্যুৎ বিভাগের মহতি উদ্যোগের কারনে সামান্য টাকা দিয়ে বাড়িতে বসেই বিদ্যুৎ সংযোগ পেয়েছি। পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা কার্যক্রম চলমান থাকলে আমাদের মত সাধারণ মানুষের অনেক উপকার হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন