

পাবলিক ভয়েস: শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেটে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক ইলমী প্রতিযোগিতার। এমন বিস্তৃত পরিসরে প্রতিযোগিতার আয়োজন সিলেট বিভাগে আগে হয় নি। সিলেট বিভাগীয় এ প্রতিযোগিতা ৫ টি বিষয়ে অনুষ্ঠিত হবে।
১. হিফযুল হাদীস প্রতিযোগিতা (মৌখিক)
২. তরজমাতুল কুরআন প্রতিযোগিতা (লিখিত)
৩. আরবী বক্তৃতা প্রতিযোগিতা (মৌখিক)
৪. আরবী প্রবন্ধ প্রতিযোগিতা (লিখিত)
৫. মাসাইলে নাহু প্রতিযোগিতা (লিখিত)।
ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেটের ঐতিহ্যবাহী দুটি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল হিদায়া সিলেট ও জামি’আতুল উলূম আশ শারইয়্যাহ সিলেট।
লিখিত প্রতিযোগিতা:
৩১ জানুয়ারি, বৃহস্পতিবার
সকাল ১০:৩০টা
স্থান : মারকাযুল হিদায়া সিলেট
মৌখিক প্রতিযোগিতা:
০১ ফেব্রুয়ারি, শুক্রবার
সকাল ০৯. টা
স্থান : জামি’আতুল উলূম আশ শারইয়্যাহ সিলেট
পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
২ ফেব্রুয়ারি, শনিবার
স্থান : শহীদ সুলেমান হল
দরগা গেইট, সিলেট
পুরস্কার:
প্রতি বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর জন্যে রয়েছে যথাক্রমে ৭০০০/-, ৫০০০/- ও ৩০০০/- টাকা করে পুরস্কার। এছাড়াও পরবর্তী সেরা ১০ জনের জন্যে রয়েছে ৫০০/= মূল্যের মূল্যবান কিতাব।
★ নির্ধারিত ফরম বিনামূল্যে সংগ্রহ করে আবেদন করতে হবে।
★ অনলাইনেও নিম্নের লিঙ্ক থেকে আবেদন করা যাবে
https://goo.gl/forms/Qy73cW3avniG8ZM03
★ নিবন্ধনের শেষ তারিখ
১৭ জানুয়ার, বৃহস্পতিবার।
★ বিস্তারিত জানতে লিফলেট দ্রষ্টব্য।
প্রয়োজনে : 01731667988/01714704493
ফরম প্রাপ্তি ও জমাদানের স্থানসমূহ:
০১. জামি’আতুল উলূম আশ-শারইয়্যাহ সিলেট
পিরোজপুর আ/এ (সড়ক ৩), দক্ষিণ সুরমা
মাওলানা আশরাফ হোসাইন ফুআদী 01777634986
০২. মারকাযুল হিদায়া সিলেট
বাসা ১৩, ব্লক বি (মেইনরোড), উপশহর 01795949832
০৩. জামেয়া কাসিমুল উলূম দরগাহ সিলেট
মুফতি ওলীউল আহাদ মাগফুর
01738111517
৪. জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর সিলেট
মাওলানা ফরহাদ আহমাদ
01738351823
০৫. জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট
মাওলানা সুলতান আহমদ
01716971277
০৬. জামেয়া কাসিমুল উলূম মেওয়া সিলেট
মাওলানা আঃ হোঃ ফরহাদ
01722007035
০৭. জামেয়া দারুল উলূম কানাইঘাট সিলেট
হাফিজ মাওলানা নুমান আহমদ
01772360204
০৮. জামেয়া মাদানিয়া শাহবাগ, জকিগঞ্জ সিলেট
মাওলানা ইমদাদুর রহমান
01764701026
০৯. আল-খিদমাহ হার্ডওয়ার এন্ড মেশিনারিজ
হরিপুর বাজার, জৈন্তাপুর, সিলেট
আবদুল ওয়াজিদ সুয়েব
01711308919
১০. দারুত তারবিয়াতিল ইসলামিয়া (আলুতল)
আলুতল, জাহানপুর, মেজরটিলা, সিলেট
হাফিজ মাওলানা কামরুদ্দীন
01726633351
১১. মাদরাসাতুল মাদীনা সিলেট
হিলভিউ টাওয়ার, খাদিমপাড়া, সিলেট
মাওলানা আবদুল আজীজ
01725774758
১২. মাকতাবাতুশ শামস
জামে মসজিদ মার্কেট (আন্ডারগ্রাউন্ড) সিলেট
01718377477
১৩. জামেয়া লুৎফিয়া হামিদনগর বরুণা
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মাওলানা সাজ্জাদুর রহমান
01775718117
১৪. আল-বারাকা লাইব্রেরি এন্ড টুপি পাঞ্জাবী হাউজ
কুসুমবাগ, মৌলভীবাজার
মুহাম্মদ সাদিকুর রহমান
01721907869
১৫. জামেয়া ইসলামিয়া দিনারপুর
নবীগঞ্জ, হবিগঞ্জ
মাওলানা হাসান আহমদ
01795340430
১৬. জামেয়া মাদানিয়া সুনামগঞ্জ
মাওলানা শামীম আহমদ
0172558497