শার্শায় সীমান্তে ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
জব্দ করা ফেনসিডিল

পাবলিক ভয়েস : যশোরের শার্শা সীমান্ত থেকে ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।

আজ রোববার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সীমান্তের শিকারপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে শিকারপুর সীমান্তে অবস্থান করছে চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে সীমান্ত ঘেঁষা এলাকার একটি বাগানে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

মন্তব্য করুন