
পাবলিক ভয়েস : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকার একটি ইয়াবার (১ লাখ ২০ হাজার ইয়াবা) চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ রোববার (১৩ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকায় অভিযান চালানো হয়।
কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালিত অটোরিকশাটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা।
সিএনজিচালিত অটোরিকশাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এছাড়া জব্দ করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

