স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতক নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিবেশী একজনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থল আমাদের এখান থেকে অনেক দূরে। সার্কেল এএসপি ও আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

আই.এ/

মন্তব্য করুন