কোটচাঁদপুরে পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিমের বিরুদ্ধে পৌর মেয়র জাহিদুল ইসলামের দেয়া অসত্য বিদ্বেষ পূর্ণ, বানোয়াট মিথ্যা, কুরুচি পূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে পৌর আওয়ামী লীগ।

পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫ টায় কোটচাঁদপুর মেইন বাজার পায়রা চত্ত্বরে এ ঝাড়ু মিছিল হয়। এসময় পৌরসভা মেয়র জাহিদুল ইসলাম জাহিদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।

ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ শেষে পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আরিফ শেখ, যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন, কে.এম.এইচ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সজীব।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ হালদার সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। সঞ্চালনা করেন কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন।

প্রসঙ্গ, গত ১৬ জানুয়ারি পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এক স্বামী পরিত্যক্তা নারী।

সংশ্লিষ্ট খবর:
কোটচাঁদপুর পৌর মেয়রের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ

এ ঘটনায় নিজেকে নির্দোষ এবং সাজানো নাটক দাবি করে তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

/এসএস

মন্তব্য করুন