বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিজয় এক্সপ্রেস

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

অনেক বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর যাত্রী পরিবাহী ট্রেন বিজয় এক্সপ্রেস। কনকন শীত ও কুয়াশার রাতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনার হিংস্রতা বাড়লে নিশ্চয়ই শীত ও কুয়াশার তীব্রতায় হতাহতের সংখ্যাও বেড়ে যেতো। শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা পেছেয়ে বিজয় এক্সেপ্রেস।

এদিকে দূর্ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার ৯টা ৫০ মিনিটে গৌরিপুর স্টেশনে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হলে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ট্রেনের পরিচালক এবি সিদ্দিক। ট্রেনটিতে ১৫০ খেলোয়াড় ও ২০ কর্মকর্তা ছিলেন। তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।

গৌরীপুর স্টেশনের মাস্টার আবদুল রশিদ জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ যায়। এসময় ভৈরব থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন আটকা পড়ে।

বৃহস্পতিবার সকাল ৭টায় লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়ছে যাত্রীদের।

ট্রেনের যাত্রী মাদারগঞ্জের ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্কাছ আলী জানান, ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে রাত ৯টা ৩০ মিনিটের দিকে ছেড়ে আসে। আউটার সিগন্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ছাড়ার এক/দু মিনিটের মধ্যেই বিকট শব্দে লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ট্রেনটিতে প্রায় ১৫০ খেলোয়াড় ও ২০ কর্মকর্তা ছিলেন। ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের খেলা অংশ নিতে তারা কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে তারা সবাই নিরাপদে আছেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

/এসএস

মন্তব্য করুন