
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্টিল মিলে ফার্নেস (লোহা গলানোর চুলা) বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানুর বাজার এলাকায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ বিস্ফোরণ হয়। দগ্ধ শ্রমিকদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, দুপুরে স্টিল মিলের ফার্নেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্নেস বিস্ফোরণ হয়। তখন ফার্নেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচ শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতাল আল-আমিনে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আবু হাছান ও আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওয়াইপি/পাবলিক ভয়েস

