
ফরিদপুরে বখাটেদের হাতুড়ির আঘাতে ফজলে রাব্বি (২২) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) কয়েকজন বখাটে যুবক ফজলে রাব্বিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ফজলে রাব্বি ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর এলাকার মৃত শেখ নুরুর ছেলে।
তিনি ফরিদপুর নিউ মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করতেন। রাব্বির মামা মো. বেলাল হোসেন জানান, শুক্রবার দুপুরে আলীপুর এলাকার বখাটে আগুন, তুরাব, বিল্লালসহ আরও কয়েকজন রাব্বিকে ধরে নিয়ে যায়। অম্বিকাপুরের একটি নির্জন স্থানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাব্বিকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওয়াইপি/পাবলিক ভয়েস

