

যশোরের অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রান হারিয়েছে তিন যুবক। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪৫ বছরের মধ্যে।
এলাকাবাসীর অভিযোগ, ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরু চোর আসেন।
এর পর তারা খোরশেদ আলীর বাড়ির গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তাদের ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেন।
এর পর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন এক গরু চোর।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এলাকাবাসী প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরু চোরদের ধরে ফেলে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক গরু চোর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
/এসএস