

হবিগঞ্জের চুনারুঘাটের মুড়ারবন্দের সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)-এর মাজারসহ সকল মাজার ও উপজেলার অন্যান্য এলাকায় ওলী আওলীয়াগণের মাজারে ওরসের নামে গান, বাজনা, মদ, গাজা, জুয়া, ইয়াবা নারীনৃত্যসহ সকল প্রকার ইসলাম বিরোধী ও সমাজ বিধংসী অপকর্ম বন্ধের দাবিতে চুনারুঘাট শ্রীকুটা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদসহ এলাকাবাসী।
বুধবার (৮ জানুয়ারী) বিকাল ৩ টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
প্রতিবাদ সমাবেশ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে মুসলমানদের ধর্মীয় পুর্বপুরুষদের মাজারে ওরশের নামে সকল প্রকার অনৈসলামিক কাজ বন্ধ করার জোর দাবি জানানো হয়। এবং এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা জহুর আলী, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা আজিজুল হক চৌধুরী, আলহাজ্ব কাউছারুল গণী, মাওলানা মোহাম্মদ আলী, আব্দুল কাইয়ূম, শিহাব উদ্দিন, মুখলিছুর রহমান, আলহাজ্ব কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মুনসুর আহমদ, আশিকুর রহমান, খলিলুর রহমান, সালমান আহমদ, হাফেজ শাহিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।