সুস্থ হয়ে উঠেছেন আল্লামা শফী, চিন্তার কিছু নেই জানালেন ডাক্তাররা

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ আছেন এবং তার পক্ষ থেকে তার সন্তান মাওলানা আনাস মাদানী সবার কাছে দোয়া চেয়েছেন।

চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে তাকে চেকআপের জন্য আনা হলে সেখানের ডাক্তাররা তার রুটিন চেকআপ করে জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং নতুন করে কোন অসুস্থতায় ভুগছেন না। বার্ধ্যক্যজনিত কারণে তিনি কিছুটা অসুস্থতা অনুভব করেছিলেন যা খুব তাড়াতাড়িই রিকভার হয়ে গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন। সাথে সাথে তার শরীরের দিকে সর্বোচ্চ যত্নবান হওয়ারও পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

এর আগে গতকাল বুধবার শারিরিক অসুস্থতা অনুভব করায় সেদিন সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আল্লামা আহমদ শফী ডাক্তার ইব্রাহিমের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। তাকে স্যালাইন দেয়া হয়েছে। তবে আশঙ্কার কিছু নেই। হজমজনিত কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ১০৩ বছর বয়সী প্রবীন এই আলেমে দীন আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

মন্তব্য করুন