পটুয়াখালীতে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

কাওছার আহমেদ, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুর থেকে ৮৪০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মহিপুর ডকইয়ার্ডের মিস্ত্রী আনোয়ার এবং তার ছেলে মহিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহফুজ।

মহিপুর থানার কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজ নামক এক কিশোরকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এরপর তার দেওয়া তথ্যানুযায়ী মহিপুর বন্দরে তাদের বসত ঘরে অভিযান চালিয়ে স্কুলব্যাগ থেকে আরো ৭৯০ পিস ইয়াবাসহ বাবা আনোয়ারকে (৪০) আটক করা হয়।

এ ঘটনায় মহিপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন