
ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার আনন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর স্বজনরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো সকালে স্কুলশিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে রওনা করেন ওই শিক্ষার্থী। পথিমধ্যে স্থানীয় বখাটে সোহাগ রাস্তায় গতি রোধ করে গলায় ছুরি ধরে পার্শ্ববর্তী খাল পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।নির্যাতিতা ওই স্কুলছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, স্কুলছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পেলে ধর্ষণ কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ওয়াইপি/

