ভোলায় ‌বিরল প্রজা‌তির বিষধর সাপ ‘কি‌লিং‌মে‌শিন ভাইপার’ ‌উদ্ধার ‌

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

ভোলা প্র‌তি‌নি‌ধি: ‌ভোলায় সব‌জি ক্ষেত থে‌কে ‘কিলিং‌মে‌শিন ভাইপার’ নামে এক‌টি বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুক‌রি-মুক‌রির গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়ে।

বন বিভাগের ভোলা সদ‌র রেঞ্জের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, বুধবার বিকেলে সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের প‌ন্ডিত বা‌ড়ি এলাকার মো. শ‌রিফ হোসেন নামে এক কৃষকের সবজি খেতের জালের সাথে আটকে যায়।

পরে স্থানীয়রা সাপটিকে ‌দেখ‌তে পেয়ে আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে ওই খেত থেকে ৫ ফুট লম্বা বিরল প্রজা‌তির কি‌লিং‌মে‌শিন ভাইপার সাপ‌টি উদ্ধার ক‌রি। পরে শুক্রবার চরফ্যাশনের চর কুকড়ি-মুকরি গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়। ‌

তিনি আরো জনান, ভোলা থেকে গত বছরের বিভিন্ন সমেয় ৪টি বিরল প্রজা‌তির সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বিষধর সাপ‌টি অ‌তি গ‌তি সম্পন্ন ও তীব্র বিষ থাকায় এটি সারা বি‌শ্বে ‘কি‌লিং‌মে‌শিন ভাইপার’ নামে প‌রি‌চিত।

/এসএস

মন্তব্য করুন