
লক্ষ্মীপুরে পিকআপ দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। বৃহস্পতিবার সকালে হওয়া এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। এরপর দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), শমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫), আবিরনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুল নূর (৬০)। আহতদের মধ্যে আব্দুল নূর হাসপাতালে মারা যান। এছাড়া সৈয়দ আহম্মদ, আবুল হোসেন, ইয়াছিন, রবিউল, নজির, বাবুল ও আকবরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ২০ জন শ্রমিকবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালান। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আজিজুর রহমান জানান, পিকআপটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের ড্রাইভার লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
/এসএস

