গাজীপুরে হাবিবুর রহমান মিছবাহ‘র মাহফিলে শ্রোতা উপস্থিতির রেকর্ড

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

গতকাল গাজীপুরে বরেণ্য ওয়ায়েজ, লেখক গবেষক মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র (কুয়াকাটা) মাহফিলে লক্ষাধিক লোক সমাগমের রেকর্ড গড়েছে। মাদরাসাতুত তাকওয়া গাজীপুরের উদ্যোগে ২দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর চৌরাস্তা ঈদগাহ ময়াদানে অনুষ্ঠিত এ তাফসীর মাহফিলে দূর-দূরান্ত হতে হাজার হাজার মানুষ জড়ো হন তার বয়ান শোনার জন্য। উক্ত মাহফিলে ২য় দিন প্রধান তাফসীরকারক হিসেবে বয়ান করেন তিনি।

আলহাজ্ব মোজাম্মেল সরকারের সভাপতিত্বে আরও বয়ান করেন মুফতী মিযানুর রহমান সাঈদ, মুফতী সোহরাব আলী কাসেমী ভারতসহ ওলামায়ে কেরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনীতিক ও সমাজসেবক আলহাজ্ব রাসেল সরকার। সার্বিক পরিচালনায় ছিলেন মাদরাসা পরিচালক মাওলানা হাফিজুল্লাহ ও আব্দুল্লাহ শাহীন।

স্থানীয়দের মন্তব্য- সচারাচর গাজীপুরে এমন লোকসমাগম দেখা যায় না। তারা বলেন, গাজীপুর চৌরাস্তা ঈদগাহ ময়দানে জায়গা সংকুলান না হওয়ায়, চৌরাস্তা মসজিদ, আশপাশের রাস্তাঘাটে দাঁড়িয়ে বয়ান শুনেছেন শ্রোতারা।

আব্দুল্লাহ মুহাম্মাদ নামে স্থানীয় পুরোনো এক ব্যবসায়ী বলেন, গাজীপুরে হাবিবুর রহমান মিছবাহ মানেই শ্রোতার ঢল। তার সমকালীন সমস্যা সমাধানে কার্যকরী তাত্ত্বিক আলোচনা, ব্যতিক্রমী ও সহজ শব্দগাঁথুনি, হৃদয়গ্রাহী সুর ও তেলাওয়াত এবং কান্নাজড়িত আমলী বয়ান মানুষকে প্রচন্ড আকর্ষন করে। তার বয়ানে গাজীপুরে ইতোপূর্বে অসংখ্য যুবক দীনের পথে এসেছে। তিনি সবসময় সামাজিক চারিত্রিক অবক্ষয়, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা করে থাকেন।

মুফতী হাবিবুর রহমান মিছবাহ দেশের সুপরিচিত ও প্রখ্যাত ওয়ায়েজ। তার প্রতিটি মাহফিলে হাজার হাজার শ্রোতার সমাবেশ ঘটে বলে জানা যায়।

এইচআর/আই.এ/

মন্তব্য করুন