

উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আবু তাহের খান।
সম্মেলনে মাওলানা আবু তাহের খানকে আমীর ও মাওলানা ফরহাদ আলমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি। উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।
আরো বক্তব্য রাখেন নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা ইলিয়াস খান, মুফতি মাহমুদুল হক, মাওলানা ফরহাদুল আলম, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ খান, ছাত্রসমাজের মহাসচিব আতিকুর রহমান, এহতেশামুল হক সাখি, ছাত্রসমাজ মহানগর সভাপতি আসাদুল্লাহ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের উপর হামলাকারীরা ভারতীয় এজেন্ট। তারা ভারতীয় প্রভুদের এই দেশীয় পেটুয়া বাহিনীর ভূমিকা পালন করছে। অবস্থা এমন হয়েছে যে, কেউ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কোন কথা বললেই, তাদের এই দেশীয় দালালরা তার বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এতেই বুঝা যায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন।
সম্মেলন থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
/এসএস