তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৩

তেঁতুলিয়া, পঞ্চগড়

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। দেশের সর্ব উত্তর প্রান্তে আজ বৃহস্পতিবার ভোরে তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রাও এই তেঁতুলিয়াতে। গত বছরের ৮ জানুয়ারি ২ তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

হিমালয়ের হিম বাতাসের কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের প্রকোপ চলছে। ফলে শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা।

বৃহস্পতিবার ভোর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, দিনে হালকা রোদের দেখা মিললেও পঞ্চগড়ে রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে।

গত বছর (২৫ ডিসেম্বর ২০১৮) একই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

/এসএস

মন্তব্য করুন