এজিএস সাদ্দামের বক্তব্যকে মনগড়া আখ্যা দিয়ে ইশা-র ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নূরের ওপর মুক্তিযুদ্ধ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের হামলার ঘটনার আলোকপাতে এক টিভি অনুষ্ঠানে ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যাল্যয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন মন্তব্য করে বলেছেন, ‘ডাকসু ভিপি নুরুল হক বহিরাগত কিছু লোক নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে বলে সেখানে মারধরের ঘটনা ঘটেছে সাথে সাথে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীকে মৌলবাদী দলের লোক আখ্যা দিয়ে তারা ভিপি নুরুল হকের সাথে মিলে ঢাবি ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পায়তারা করেছেন বলে দাবি করেছেন।

তার এই বক্তব্যকে মনগড়া আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ ২৫ ডিসেম্বর’১৯ বুধবার বিকাল ৫টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নূরুল করিম অাকরাম এক যৌথ বিবৃতিতে এই খোঁড়া যুক্তি দিয়ে ভিপি নূরের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার বৈধতা দানের অপচেষ্টার তীব্র নিন্দা জানান। সাদ্দাম
হুসাইন এর এই যুক্তিকে অপরিপক্ক, হেয়ালিপনা ও মনগড়া বলে মন্তব্য করেন তাঁরা।

তারা দাবি করে বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ মানুষের বোধ বিশ্বাসকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল অন্যায়, অনাচার ও নীপিড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) এর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন ডাকসু ভিপি নূরুল হক নূরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা কে বৈধতা দিতে গিয়ে ভিপি নূরের সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন-এর সম্পৃক্ততা সামনে নিয়ে আসেন।

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কার সাথে কার সম্পর্ক থাকবে, কে কাকে সঙ্গ দিবে এই নিয়ে মন্তব্য করার এখতিয়ার ছাত্রলীগ নেতা সাদ্দামের নেই। সদ্দাম হুসাইনকে “রিমোট কন্ট্রোল” নেতা আখা দিয়ে নেতৃদ্বয় বলেন সাদ্দাম হুসাইন চিন্তাশীল মন্তব্য না করে একের পর এক অযৌক্তিক ও সংবিধান বিরোধী মন্তব্য করেই চলছে।

ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে তিনি হয়তো কোন শেখানো বুলি আওড়িয়ে যাচ্ছেন। আামাদের মনে হয় তিনি ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে শুধুই বিদ্বেষ পোষণ করেন। ধর্মভিত্তিক রাজনীতি তথা ইশা ছাত্র আন্দোলন নিয়ে কিছু জানেন না। নেতৃদ্বয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হুসাইনকে অপরিপক্ক ও বিদ্বেষচর্চার রাজনীতি পরিহার করে যৌক্তিক এবং সাংগঠনিক আচরণ করার আহ্বান জানান।

মন্তব্য করুন