একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কামরখন্দের সেলিনা খাতুন

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন সেলিনা খাতুন নামে এক প্রসূতি। এর মধ্যে দুটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান। প্রসূতি সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

সোমবার সন্ধ্যায় সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ওই তিনটি সন্তান জন্ম দিয়েছেন তিনি। মা এবং তিনটি শিশুই সুস্থ আছে বলে জানা গেছে।

সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। স্ত্রী তিন সন্তানের জন্ম দেয়াতে আমি খুশি। তবে দুঃখের বিষয় আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। আমি ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালাই। আগেরও একটি ১২ বছরের ছেলে আছে। অনেক কষ্টে তারা তাকে লেখা পড়া করাচ্ছি।

ওই ক্লিনিকের চিকিৎসক ডা. কমল কান্তি দাস বলেন, সন্ধ্যার দিকে ত্রিশ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে সেলিনা খাতুন তিনটি সন্তান জন্ম দেন। প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিক এর চেয়ে একটু ওজন কম রয়েছে।

/এসএস

মন্তব্য করুন