মৃত্যু কামনা করা যাবে কি?

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

বিপদাপদ বা খুব কষ্ট পেলে আমরা অনেকেই মৃত্যু কামনা করেন। কিন্তু মৃত্যুকামনা যায়েজ কিনা, ইসলাম এ ব্যাপারে কি বলে সেটি জানেন না অনেকেই। হাদিসের আলোকে আলোচনা।

প্রশ্ন: মৃত্যু কামনা করা যাবে কি না?

উত্তর: প্রচণ্ড বিপদেও মৃত্যুকামনা করা যাবে না।

রাসূলুল্লাহ্ স. বলেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যুকামনা না করে। কারণ সে নেক বান্দা হলে হয়ত (সামনে) তার নেক কাজের পরিমাণ বেড়ে যাবে। আর সে গোনাহগার হলে হয়ত (ভবিষ্যতে) সে তার কৃত গোনাহ ক্ষমা করে নেওয়ার সুযোগ পাবে।’ (সহিহ বুখারি, মুসলিম, রিয়াদুস সালেহীন: ৫৮৫)

আরেক হাদিসে রাসূলুল্লাহ্ স. বলেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যুকামনা না করে এবং মৃত্যু আসার আগেই যেন মৃত্যুর জন্য দু’আ না করে। কারণ মানুষ যখন মরে যায় তার আমলও বন্ধ হয়ে যায়। মুমিনের জীবনকাল তার কল্যাণই বৃদ্ধি করে।’ (সহিহ মুসলিম, রিয়াদুস সালেহীন: ৫৮৫)

রাসূলুল্লাহ্ স. বলেন, ‘তোমাদের কেউ যেন বিপদে পতিত হওয়ার দরুন মৃত্যু কামনা না করে। সে যদি (মারাত্মক সমস্যায় পড়ে) একান্ত বাধ্য হয়ে কিছু বলতে চায় তাহলে যেন (এরূপ) বলে: ‘হে আল্লাহ! আমাকে ওই সময় পর্যন্ত জীবিত রাখো, যতক্ষণ আমার জীবন আমার জন্য কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করো, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়।’ (সহিহ বুখারি, মুসলিম, রিয়াদুস সালেহীন: ৫৮৬)

বি.দ্র. যেসব বিভাগে লেখা পাঠাতে পারেন আপনিও- ইসলাম প্রতিদিন, ইতিহাস ও ঐতিহ্য, স্মৃতিকথা, ফিচার, সাহিত্য, স্বাস্থ্য, রেসিপি, ভ্রবণ, মতামত ও নারী। ছবি পাঠাতে ভুলবেন না। ই-মেইল. news.publicvoice24@gmail.com। লেখা পাঠাতে পারেন আমাদের উভয় পেজের ইনবক্সেও। পেজ পেতে ক্লিক করুন  Publicvoice24.comPublicvoice24.com.bd

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন