রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১; বিরাজ করছে আতঙ্ক

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের এইচ ব্লকে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করেছে পুলিশ। গোলাগুলিতে আহতরা হলেন- শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। দুইজনই একই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ বাবুল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনো শনাক্ত করা যায়নি।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোস্তফা কামাল বলেন, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন।

আই.এ/

মন্তব্য করুন