বগুড়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

পাবলিক ভয়েস : বগুড়ার কাহালু উপজেলা থেকে আপেল (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার ছাতারপুকুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আপেল গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দিপ্তীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, রাতে খবর পেয়ে উপজেলার বারমাইল-নামুজা সড়কের ছাতারপুকুর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকালে নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি শওকত।

মন্তব্য করুন