নাটোরে ৩০৭টি মৃত বাদুড় উদ্ধার; আটক আদিবাসীকে ৬মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
উদ্ধার হওয়া মৃত বাদুর, ইনসেটে আটক অমল

অমর ডি কস্তা, নাটোর: নাটোরে ৩০৭টি মৃত বাদুড় উদ্ধার করেছে পুলিশ। এসময় বাদুর শিকার ও নিধন করার অপরাধে ভ্রাম্যমান আদালত অমল বিশ্বাস (৫৫) নামে এক আদিবাসি ব্যাক্তিকে ৬মাসের কারাদন্ড দিয়েছে।

রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুড়গুলি উদ্ধার ও অমল বিশ্বাসকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুনের ভ্রাম্যমান আদালত অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অমল বিশ্বাস যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অমল বিশ্বাসের সাথে থাকা দুইটি বস্তা ও একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার বস্তাতে মৃত বাদুড় রয়েছে। এই বাদুরগুলো সে আদিবাসি লোকজনের কাছে ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন জানান, ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৪ (খ) ধারা মতে আসামী অমলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। পরে আদালতের নির্দেশে রাজশাহী রেঞ্জের বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে’র নেতৃত্বে আটককৃত বাদুরগুলোর উপর কেরোসিন ঢেলে তা মাটি চাপা দেয়া হয়।

/এসএস

মন্তব্য করুন