হিযবুত তাহরীরের প্রধানসহ গ্রেফতার ১৫

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মহানগর প্রধানসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম শহরের সিএমপির দক্ষিণ জোন নগরীর আন্দরিকল্লা শাহী জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা, বায়েজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তার ১৫জন হলেন- ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইমাইল (২৫), আবদুল্লাহ আল মাহফুজ (৩০), আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), নাছির উদ্দিন চৌধুরী (২২০, নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মো. করিম (২৭), আবদুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিম উদ্দিন (৩১), আজিমুল হুদা (২৪), ফারহান বিন ফরিদ (২৩) ও মো. সম্রাট (২২)।

শুক্রবার দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে হিযবুতের দুইজন কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে চান্দগাঁও এলাকার খদিজা ম্যানশনে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে মহানগর প্রধান এরশাদসহ ১১জনকে গ্রেফতার করা হয়। পরে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে একজন এবং পলিটেকনিক এলাকা থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, নগদ দুই লাখ ৮২ হাজার টাকা, দুটি ল্যাপটপ, ইলেক্ট্রনিক ডিভাইস, সংগঠনের গঠনতন্ত্র ও ট্রেনিং ম্যানুয়াল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম।

সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আবদুর রউফ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯) হিযবুতের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

গ্রেফতার আবদুল্লাহ আল মাহফুজ (৩০) নোভারটিস ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার। তিনি হিযবুতের চট্টগ্রাম শাখার দ্বিতীয় শীর্ষ নেতা বলে জানায় পুলিশ।

বি.দ্র. যেসব বিভাগে লেখা পাঠাতে পারেন আপনিও- ইসলাম প্রতিদিন, ফিচার, সাহিত্য, স্বাস্থ্য, রেসিপি, ভ্রবণ, মতামত ও নারী। ছবি পাঠাতে ভুলবেন না। ই-মেইল. news.publicvoice24@gmail.com। লেখা পাঠাতে পারেন আমাদের পেজের ইনবক্সেও।

ইসমাঈল আযহার/পবলিক ভয়েস

মন্তব্য করুন