মসজিদ পরিচালনা কমিটি হোক পরহেজগার মুত্তাকী

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

উম্মে কাউসার নায়াস: আমাদের দেশে মসজিদ পরিচালনা কমিটিতে এমন সব সদস্য রাখা হয় যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ। আবার কেউ কেউ তো দ্বীনের ব্যাপারে কিছুই জানেন না।  এলাকার প্রভাবশালী পরিবার, রাজনৈতিক পরিচয় আছে কিংবা ধন-সম্পদ হয় মসজিদে নিয়োগের মানদণ্ড। অনেক সময় দেখা যায়, অতীতে মাস্তানি, গুণ্ডামি করে এসেছে। পরে মাধ্য বয়সে মসজিদ কমিটিতে ঢুকে গেছে।

এরা যখন দ্বীনের ব্যাপারে কর্তৃত্ব করে, আলেম বা ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ কারো মতামত না নিয়ে নিজেদের মন মতো মসজিদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়। অনেক সময় সেটা হয় ভয়ানক ইসলাম বিরোধী। কখনো তো কোরআন সুন্নাহ বিরোধীও হয়। কেননা তারা জাহেল, অজ্ঞ ও মূর্খ। তাদের কি মসজিদে কিছু করার আছে? এটা আল্লাহর ঘর। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই পরিচালিত হবে।

এসব জাহেলরা একেবারেই কমিটিতে থাকতে পারে না এটা বলব না। তারা কিছু  কিছু কাজে আসতে পারে। অর্থনৈতিক দিক, সামাজিক দিক কিংবা প্রশাসনের দিক দিয়ে তাদের কিছু ভূমিকা থাকতে পারে। কিন্তু ধর্মীয় ব্যাপারে তাদের দায়িত্ব দেওয়া উচিত নয়। যারা দ্বীনের ব্যাপারে জ্ঞানী তারাই কেবল এব্যাপারে কথা বলবেন।

এমনও হতে পারে দ্বীনের জ্ঞান রাখে মুত্তাকী আবার ধনী, প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু কোন ক্ষেত্রেই দ্বীনের ব্যাপারটা বাদ দিয়ে কাউকে মনোনীত করা উচিত নয়। আমাদের মসজিদগুলোতে অনেক সময় অনেক সিদ্ধান্ত নেওয়া হয় যা কোরআন হাদীসে বিরোধী। আবার অনেক সময় তো মসজিদের টাকা পয়সা আত্মসাতের ঘটনাও ঘটে। যাইহোক আসলে যার যার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দিলে সমস্যা কম হয়, উন্নয়ন হয়।

মাদরাসার ব্যাপারও অনেকটা এরকম। এটি গতানুগতিক পড়াশুনার পাশাপাশি একজন ছাত্রকে দ্বীনের ব্যাপারে জ্ঞান দানের জন্য এটি ইসলাম ধর্মের সঙ্গে শতভাগ সম্পর্কিত। অমুসলিম কাউকে দায়িত্বে রাখলে সে কী করে মাদরাসা চালাবে। সে তো সব বিপরীত ঘটনা ঘটিয়েও ফেলতে পারে।

এক হল সে এই ধর্মের জ্ঞান রাখে না। দ্বিতীয়ত ধর্মীয় সহিষ্ণুতা বলে কিছু কথা আছে। সাম্প্রদায়িকতা বলতেও কিছু কথা আছে। অজ্ঞতার সঙ্গে এসবের সংমিশ্রন হলে ব্যাপারটা হবে ধ্বংসাত্মক। তাই সবার সার্বিক মঙ্গলের জন্য প্রশাসনের ভেবে কাজ করা উচিত। আর আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। যাদের মাধ্যে যোগ্য লোক আছে। তাদের খোঁজ করে নিয়োগ দেয়া হোক। ধার্মিক মুত্তাকী আলেম লোকদের মসজিদ মাদরাসার দায়িত্বে রাখা হোক।

যেসব বিভাগে লেখা পাঠাতে পারেন আপনিও- ইসলাম প্রতিদিন, ফিচার, সাহিত্য, স্বাস্থ্য, সেরিপি, ভ্রবণ, মতামত ও নারী।
ই-মেইল. news.publicvoice24@gmail.com

আই.এ/

মন্তব্য করুন