নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও লবনগুজব সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ: ইশা

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, একটি মহল সরকারের নাকের ডগায় বসে পরিকল্পিতভাবে পেঁয়াজের মূল্য বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে সরকারের পরিকল্পিত কোন পদক্ষেপ না দেখে জনগণ বিব্রত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসায় পেঁয়াজ ব্যাতীত রান্না করা কোনো সমাধান নয়; বরং অপরাধী মজুদদারদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা ছিল সমাধান। সরকারে থাকা ব্যক্তিবর্গের যদি এতটুক বিষয় সমাধানের যোগ্যতা না থাকে, তবে শুধু শুধু জোর খাটিয়ে ক্ষমতা ধরে রাখা উচিৎ নয়।

পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে বিচারের আওতার বাইরে থেকে তারা আরেকটি সুযোগ নিতে চেয়েছিল লবনগুজব তৈরির মাধ্যমে। কিন্তু তাৎক্ষণিক তারা ব্যার্থ হলেও সাধারণ জনগণ আশ্বস্থ হতে পারেনি। তারা এখনো শংকায় রয়েছে।

আজ ২০নভেম্বর’১৯ ইং বুধবার বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ শিশুকল্যাণ অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মারুফ আরো বলেন, গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনবিচ্ছিন্ন কোন সরকার ক্ষমতায় থাকার অধিকার রাখেনা। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম, তাদের দ্বারা কখনোই জনগণের সেবা আশা করা যায় না।

সুতরাং এই মুহুর্তে জনগণের উচিৎ এসব অযোগ্যদের বয়কট করে গণমুখী ও সৎ-যোগ্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে সরকার গঠনের পক্ষে শ্লোগান তোলা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জাতিকে এ দূরাবস্থা থেকে মুক্তি দিতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে একটি সফল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সঞ্চালনায় মজলিসে শুরা অধিবেশনে আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম.হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, কলেজ সম্পাদক এম এম শোয়াইব, আলিয়া মাদরাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূরুল বশর আজিজী, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ সিরাজুল ইসলাম সহ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যবৃন্দ।

/এসএস

মন্তব্য করুন