

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ আল মারুফ (২৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মরুফ উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
শুক্রবার দুপুর ১টার দিকে ওসমানগঞ্জ তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে আব্দুল্লাহ আল মারুফ তার নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে তারাহুরো করে ভিজা কাপর রৌদ্দ দিতে গিয়ে ভুলে বিদ্যুতের তারে উপর শুকাতে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এসএস