চাটমোহরে পুকুর থেকে নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
স্বজনদের আহাজারি

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে পুকুর থেকে সোহাগ হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মা-বাবার মধ্যে বিচ্ছেদের পর চকউথূলী গ্রামে নানার বাড়িতে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন সোহাগ। বিগত ৪/৫ দিন ধরে তার কোনো খোঁজ ছিল না। শুক্রবার সকালে অমৃতকুন্ডা সরকার বাড়ি পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে গিয়ে সোহাগের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তবে স্থানীয়দের ধারণা সোহাগকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসএস

মন্তব্য করুন