হাটহাজারী মাদরাসার মাহফিল আগামীকাল: প্রস্তুতি চলছে পুরোদমে

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
হাটাহাজারি মাদরাসা

পাবলিক ভয়েস: দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষানিকেতন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামীকাল (১১ জানুয়ারি) শুক্রবার।
জানা গেছে, মাহফিল উপলক্ষ্যে মাদরাসায় চলছে ব্যাপক প্রস্তুতি। প্যান্ডেল তৈরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জামিয়ার কর্মচারী, স্টাফ ও শিক্ষার্থীরা।

প্রতি বছর লোক সমাগম বাড়তে থাকায় খানকা ভবনের নিম্নাংশের দেয়াল ভেঙে মাঠের প্রশস্ততা বাড়ানো হয়েছে। এছাড়াও মাহফিলের যাবতীয় প্রস্ততি প্রায় সম্পন্নের দিকে। মাদরাসা প্রাঙ্গণে বিরাজ করছে সাজসাজ রব।

মাহফিলে দেশের হক্কানি উলাময়ে কেরাম, পীর- মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, দস্তারবন্দী সম্মেলনে বিগত ২০১৭/১৮ ইং শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারীদের সম্মাননা পাগড়ি প্রদান করা হবে।

মন্তব্য করুন