অদ্যক্ষকে পুকুরে ফেলে সন্ত্রাসী ও জঙ্গির পরিচয় দিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহববুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া যৌথ এক বিবৃতিতে বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে ছাত্রলীগ আবারও নিজেদেরকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে।

নেতৃদ্বয় বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। এমন একজন প্রবীণ এবং নামাজী শিক্ষক অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পাসের পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা অত্যন্ত খারাপ দৃস্টান্ত সৃষ্টি করেছে। ছাত্রলীগের হাতে আজ কেউই নিরাপদ নয়। মানুষের জানমাল, ইজ্জত-সম্মান কিছুই নিরাপদ নয়। এরা ছাত্র নামের কলঙ্ক। এদের এ কর্মকান্ডে ছাত্রলীগের আসল চরিত্র পুনরায় প্রকাশ পেয়েছে।

তারা আরও বলেন, প্রতিনিয়ত ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নাজেহাল হতে হচ্ছে অসংখ্য মানুষকে। বুয়েট ছাত্র আবরারকে এই ছাত্রলীগের হাতেই প্রাণ দিতে হয়েছে। এরপর দেশবাসি আশা করেছিলো ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে। কিন্তু সেই ক্ষত না শুকাতে রাজশাহী পলিটেকনিকের প্রিন্সিপালকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করে ছাত্রলীগ অমার্জনীয় অপরাধ করেছে। অবিলম্বে নামধারী ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শাস্তির দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, বাবার বয়সী একজন প্রবীণ প্রিন্সিপালকে এভাবে পুকুরে ফেলে দিয়ে হত্যার চেষ্টা এবং অপমান কোন সচেতন অভিভাবক এবং দেশের মানুষ কোনভাবেই মেনে নিতে পারে না। এদের কঠোর শাস্তি দিতে হবে।

আই.এ/

মন্তব্য করুন