

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুরে সোয়া ১টার দিকে উপজেলার বাহেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ওই পরীক্ষার্থীর নাম মোসাম্মাৎ রেবেকা। সে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী।
আহত ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, মৌডুবী বাগে জান্নাত দাখিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষা অংশ্রগ্রহণ করে রেবেকা। শনিবার মাদরাসা কেন্দ্র থেকে কোরআন মাজিদ পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় রোকেয়া। পথিমধ্যে বাহেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় রোকেয়া গুরতর হত হয়। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
/এসএস