

পাবলিক ভয়েস : আজ বুধবার (৯ জানুয়ারি ) পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো অভিযান করে মাদক ব্যবসায়ী- রুহুল আমিন, মোশারফ মিয়া, উভয় সাং- আইয়ুবপুর, বাঞ্চারামপুর, বিবাড়িয়া-দ্বয়কে যথাক্রমে ১৩০০ পিস ও ৬০০ পিস মোট ১৯০০ পিস ইয়াবাসহ চান্দগাও থানাধীন রাত্তারপুল এলাকা থেকে আটক করা হয়।
দিনের অপর অভিযানে কোতোয়ালী থানাধীন সি আর বি এলাকা থেকে আরমান(২০) সাং- বিলকান্দা, মুরাদনগর, কুমিল্লাকে ৫ কেজি গাজাসহ এবং মাদারবাড়ি রেলগেট এলাকা থেকে আদিনাথ দে(৪৮), সাং- শান্তিনিকেত, রাংগুনিয়া, চট্টগ্রাম- কে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। ডিএনসি সূত্রে জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।