৩ দিনের সফরে বগুড়া যাচ্ছেন মুফতী ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
মুফতী ফয়জুল করীম

যাকারিয়া আবেদীন যাকি, (বগুড়া থেকে)  উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর শুভাগমন উপলক্ষে বগুড়া জেলায় পাঁচটি হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল উনুষ্ঠিত হবে।

১ম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আল্লামা আব্দুল হক আযাদ এর সভাপতিত্বে বগুড়ার বড়গোলাস্থ করনেশন কলেজ মাঠ প্রাঙ্গণে ১০ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

২য় মাহফিল একই দিনে বগুড়ার শেরপুরস্থ মহিপুর ইদগাহ মাঠ বাদ মাগরীব অনুষ্ঠিত হবে। ৩য় মাহফিল দুপচাঁচাচিয়াস্থ জিয়ানগর স্কুল মাঠ প্রাঙ্গণে ১১ই জানুয়ারী জুম’আ অনুষ্ঠিত হবে। ৪র্থ মাহফিল বগুড়ার শাহজাহানপুরস্থ মালিপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ১২ই জানুয়ারি রোজ শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এবং ৫ম মাহফিল বগুড়ার ধনুটে একই তারিখ রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি বগুড়া জেলা শাখার সদর মুহাম্মাদ রেজাউল করিম ও সেক্রেটারি মুহাম্মাদ রাজু ও ছাত্র আন্দোলন বগুড়া জেলা ক্বওমী শাখার প্রচার প্রকাশনা সম্পাক যাকারিয়া আবেদীন যাকি মাহফিলগুলোতে সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন