সুবর্ণচরে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

পাবলিক ভয়েস : জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালীর সুবর্ণচরে ভাতিজার হাতে দুলাল (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

আজ বুধবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। দুলাল ওই ইউনিয়নের চর পানাউল্যাহ গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, দুপুরে পারিবারিক জায়গা-জমি বন্টন নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভাতিজা তার চাচা দুলালকে লাঠি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় দুলালকে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন