হবিগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

হবিগঞ্জের লাখাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে তার স্বামী মকছুদ আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাহফুজা আক্তার (২৫)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে লাখাই উপজেলার ভরপুর্ণী গ্রামের মকছুদ আলীর সঙ্গে একই উপজেলার গোয়াখারা গ্রামের মাহফুজা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

আর নিত্য এই ঝগড়ার জের ধরে সোমবার রাত ১টার দিকে মুকছুদ ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। ওসি আরও জানান, বিষয়টি স্থানীয় লোকজন দেখে মকছুদকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং মকছুদকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন